তুমি মেঘ বলাকার মতো
       এসো কাছে ভেসে ভেসে।
একলা আমি থাকতে পারিনা
       নিয়ে যাও স্বপ্নের দেশে।

দেখেছ ফুটেছে হাসনুহানা
    কপোত কপোতি যায় উড়ে ।
বসন্তবায় আজ বলে যায়
    তুমিও একা কোন সুদূরে ।

মনেতে আমার মেঘ জমেছে
     বৃষ্টির সাথে ঝড় এনেছে ।
তুমি কি আমার সাথী হবে
     দুরে কেন এসো কাছে ।

আমি তুমি আর সেই পৃথিবী
     যেখানে আকাশ ঘন নীল ।
হাতে হাত রেখে এগিয়ে যাব  
     থাকবে'নাতো বাধার পাঁচিল।