বার বার চলে যাই ভুল রাস্তায়
যেতে যেতে পিছন পানে কেন যে তাকাই
জিজ্ঞাসা করবো কাকে কেউ কোত্থাও নাই।
সঠিক পথ কে বলবে তাই শুন্যে ফিরে যাই।
সাপলুডো খেলি ভাগ্যের দিয়ে দোহায়  
মনের মতন দান কিছুতেই না পাই
এক পা দুপা এগিয়ে যদি যাই
সাপের মুখে পড়ে শেষে
ফিরে আসি পুনরায়।


আমার এগিয়ে চলা দায়
কর্মের জোরে সমুখপানে ধায়
উড়তে উড়তে আকাশ ডাকে আয়
কারা যেন তখন পিছু ডাকে
হয়েছে ঘরে ফেরার সময়।
রাত জেগে জেগে কত
কাব্য করি খাতায়
ভোর সকালে দেখি খাতা সেখানে নাই
তিনিই তখন হেসে বলেন-
খোকার চিৎকারে কান পাতা কি দায়?
দুধ গরমে তোমার ওই
আঁকিবুকি কাগজের সত্যি জুড়ি নাই।
কি করব জানিনা ভাই
কবি হওয়া আমার আর হবেনা
তোমরা সব বোলো আমায়
প্রাণটা বুঝি যাবে এবার থাকলে
এই গোলকধাঁধায়।