কবেই আমার হারিয়ে গেছে গল্প বলা মুক্তি পিসী
সংসারেতে ফায়ফরমাশ খাটত, মুখে লেগে থাকত হাসি;
রাত্রি জেগে বলে যেত একনাগাড়ে কত যে রুপকথা
ভাই বোনেরা অবাক হয়ে শুনতাম সেই অচিন চুপকথা।


শুনতে শুনতে ঘুম আসত, ঘুমের ভিতর জ্যান্ত রাজকুমার
ঘোড়ায় চড়ে সাত সমুদ্র তেরো নদী হয়ে যেতাম পার।
বন্দিনী রাজকুমারীর ঠিকানা, ব্যঙ্গমা ব্যাঙ্গমীর কথকতায়  
তলোয়ারটা ঝলসে উঠত, বন্দিনী মুক্তি পেত যুদ্ধে হত জয়।


এখনো আছে আজব দেশের গল্প বলা হাসিখুশী পিসী
যোগ বিয়োগে আর গুণ ভাগেতে নিদান দিচ্ছে রাশি রাশি।
সব পেয়েছির যোগান দেন, আঁচলের সাদা খুঁট খুলে
প্রেরণাতে পাথর গলে যায়, খিদে তৃষ্ণা সবটায় যায় ভুলে।


এমন একটা মহান মানুষ তুমি আর কোথাও পাবেনা
শিক্ষা দীক্ষা ছবি আঁকা, গান কবিতায় জুড়ি তাঁর মেলেনা।
উনি তাই যাহা বলেন, বাদবাকি সব পাখীর মতো আওরায়
এমনি করে আমার দেশ বিশ্বের দরবারে সবার আগে ধায় ?