প্রকৃতি
নিরন্তর শেখায়।
আমিই সেই শিক্ষার্থী।
এইযে সূর্যের উদয় অস্ত
দিন রাত্রির আলো আর অন্ধকার।
নদী বক্ষে চাঁদের টানে জোয়ার ভাঁটা।
সাগর ঢেউ আছড়ে পড়ে কেন পাহাড় গায়ে?
পাখী ডাকে বাসা বাঁধে গান গেয়ে যায় আপনমনে।
ঝড়ের সাথে লড়াই করে বাছার ক্ষতি হলে ডুকরে কাঁদে।
আমি সুখী ঝড় বৃষ্টি রোদ্দুর বসন্তে, সে যে প্রাণের গুরুমশায়।