এক একটা মানুষ কোনো নিয়ম মানেনা
প্রকৃতির তথ্য যাবতীয় নস্যাৎ করে বলে
          আমি হবো ইতিহাস ।
গোপন অজানা তথ্য অন্ধকারে অনন্ত জমে ছিল,  
যা কিনা ঘন তমসাবৃত ! উন্মোচিত ত্রিলোচনে
          তুমি হলে ইতিহাস ।
জীবনের পরিভাষায় এসেছে অকালে অন্তিমকাল
শিরদাঁড়া দৃঢ়তায় মৃত্যু করে বরদান অমৃতকলস
           বলেছে হও ইতিহাস।
দুরালাপন দুরাকাশে খুঁজে নিয়েছিলে অমৃতাময়ী
অসাধারণ পর্যবেক্ষণ কৃষ্ণগহ্বরে নিত্য পরিক্রমায়
            রচে গেলে ইতিহাস ।
ছন্দ ঝঙ্কারে গীতিআলেখ্য সবাই শোনে মুগ্ধতায়
ছন্দহীন গ্রন্থনায় এমন সঙ্গীত মূর্ছনা অবাক বিস্ময়!
            তুমি গোটা ইতিহাস ।