তোমার কাছে
এক আকাশের ভিক্ষা চেয়ে
আমি এক ভিখারি।


নিকানো দাওয়াতে বসে
চাঁদের সাথে গল্প করবার
মতন কবিতা কথা উঠে আসছে
         অন্তর গভীর হতে ।
মন প্রাণ হয়ে গেল
চন্দ্রশোভায় আচ্ছাদিত।
তোমার সান্নিধ্যে আসলেই
হৃদগভীরে পদ্ম ফুটে ওঠে।
আমার কেমন ইচ্ছা করে
        কালো ভ্রমর হতে।
পুরনো দিনের গান ভেসে এলো
গীতা দত্তের আদুরে গলায়।
সে গানে উপোষীর তৃষ্ণা মিটে যায়
আমিতো নিতান্তই এক চকোর।
     আর্তি মিটিয়ে সিনান করতে থাকি।


তোমায় কোনমতে
আমি হারাতে চাইনি কোনদিন
তবু কি যে হয়ে যায়
ভীষণ আতঙ্কে থাকি।
এই বুঝি...