বাবা তুমি যেখানেই থাকো ভালো থাকো।
তোমার দূরদৃষ্টিতে আজ এই শহরে,
ঘাড়ে করে বয়তে একটা হারমোনিয়াম
  আমাদের গান শেখানোর জন্য।
  এই আকাশটা দেখতে শিখিয়েছ
  হাত ধরে নিয়ে গেছো পাঠশালাতে ।
      তারপর আশ্চর্য ম্যাজিক ।
ঠায় রাত জাগতে আমার পড়াতে ,
তোমার ঘুম আসলেও ঘুমোতে না ।
  ভোর সকালে ডাক দিতে,
জাগাবার জন্য পাখা বন্ধ করে দিতে
  কেন জানিনা ভীষন রাগ হতো।
এখন বুঝি, ওটা ভবিষ্যত ভালোর জন্য;
বাবা ছিল বিশাল স্বপ্নের একটা ক্যনভাস।
  একটু একটু করে রং দিয়ে সাজিয়েছিলে।
এখন একটা বাঁধানো সাদা কালো ফ্রেমে ।
  মনে রেখে হাঁটছি পায়ের চিহ্ন ধরে।


আর বলেছিলে ফুসফুসে দুষন কখনো নয়,
   মৃত্যুকে তাড়াতাড়ি বরণ করোনা ।
মনে রেখেছি; আকাশের তারার ভিড়ে খুঁজেছি,
     তুমি তো কোথাও নেই ।
     দেখেছি খাদের মত ক্ষত !
     ভয় করিনা একটা হাত ধরেই আছি
     আর আছে অনেকটা আত্মবিশ্বাস
          তবু যেন মন কেমন করা ।