অনবরত প্রাত্যহিক শব্দাবলী যেভাবে ব্যবহৃত হচ্ছে
অচিরেই সেই শব্দের ব্যঞ্জনা ক্রমহাসমানে ক্ষয়িষ্ণু ।
বিজ্ঞজন মহানজন তাদের বলে ঝড় তোল প্রতিবাদী
বিভ্রান্ত শব্দাবলীরা বিভিন্ন নামাবলিতে শরীর লুকায়।
পিচগলা রাস্তায় ঘামঝরা দুপুরে নিস্তব্দ জনমানবহীন
একমাত্র প্রতিবাদ আর ময়দান মুখোমুখি দন্ডায়মান ।
প্রতিবাদ দৃঢ়পদক্ষেপে মুষ্ঠিবদ্ধ হস্তখানি তুলে গর্জায়;
আমায় যে বিশ্বগ্রাসী ক্ষিদেরা অনর্গল প্রতিবাদী সাজায়।
তারপর বন্দুকের শিষের গুলিতে সদ্য গজাবে শহীদবেদী;
ময়দানের স্মরণসভায় রজনীমালা জ্বলবে কত মোমবাতি।
ময়দান হা হা হেসে বলে এমনটাই দেখছি আদি অনন্ত;
পুরনোরা এসে বলে আমরা নতুন। সব শুনে বড় ক্লান্ত।