এক কাপ চায়ে তোমায় মনে পড়ছিল
কিচিরমিচির সকালে যখন সূর্য উঠলো;
তুমি এলেনা গরম চায়ের কাপ হাতে।
কত সূর্য সকাল পাশে ছিলে।
আজ কোথায় গেলে?
একটু একটু করে সময় সরে...
তবু তোমার সময়তো হলো না।
মনে মনে ডাকলাম কই কোথায় গেলে?


গরম চায়ের কাপে দেখি অন্য কেউ!
সে কোথায় গেল?
সেকি তাকে যে রেখে এসেছেন
সাবরমতির নির্জন তীরে।
ভুলে গেলেন?


একে একে সব জলছবি ভেসে উঠলো।
চোখের জলে তোমায় বিদায় দিলাম।
কিছুটা ধোঁয়া কিছুটা জল কিছুটা মাটি  বাতাসে তুমি ফুরিয়ে গেছ।
আমিও যতই তোমায় খুঁজি আর পাবনা।
শুধু ঝরা বকুল গন্ধ বলে যায়
হয়তো তুমি আছো।