একটু একটু করে কি ফুরিয়ে যাচ্ছ?
যেমন যেমন করে মোম গলে যায় ;
নিভন্ত পলতে পোড়া গন্ধের মতন,
বিকেলে'র হলুদ রোদ্দুর বিষন্নতায় ।


উড়তে উড়তে পাখির ডানা জুড়ে ক্লান্তি
চলতে চলতে পথ একদিন শেষ হয়;
ইচ্ছারা ঝরে যায় ঠিক বাকলের মতন,  
মন মুক্তির সন্ধানে দীর্ঘ অবসর চায় ।


ভাঙতে ভাঙতে সময় এখন মোহনায়
কুড়োতে কুড়োতে নুড়ি বেলা অস্তাচলে;
সফল বিফল কর্ম মাদারীর দড়ি খেলায়,
ঘুঙুর ধ্বনি রানারের ক্রমশঃ অস্পষ্ট হয়।