কাঠবেড়ালির শরীরে যেমন মধুর কোমল আদর
     তেমনি তোমার আদুরে দৃষ্টিতে
     আমি অর্ধমৃত এক প্রজাপতি।
     এ দুডানায় সর্বশক্তি নিমেষে নিঃশেষিত হয়েছে
         এখন থেকে তোমার দিশায় হোক
                  আমার নব্য নোতুন দৃষ্টি ।    
বৃষ্টিভেজা চোখের পাতায় একরাশ মোতিরদানা
       অতীতের মতো স্থির অচঞ্চল থাকো,
       গ্রাম্যদৃশ্য মুছে যাবে যে !
       বৃষ্টিবিহীন রাত আর দিন ক্রমশ ধুসর
         এখন তোমার শরীর ঘিরে
         অবিরাম বৃষ্টির ধারাপাত।
অঙ্গনেতে ভেজা মাটির গন্ধের অনবরত যাতায়াত
      পালতোলা নাওতে লাগছে
      এলোমেলো ঝাপটা বাতাস
      কোথায় কতদুরে নিয়ে যাবে? সেই মধুপুরে
            আমার ইচ্ছারা শৃঙ্খলিত দাস
            যাও নিয়ে যাও হৃদিকুঞ্জমাঝারে ।