মিছিমিছি চোখকে কেন দোষ দিই
চোখ শুধু দৃষ্টিপাত করে না।
সে হৃদয়কে খবর দেয়
হৃদয় বলে বাহ
এমনটা তো কখনো দেখিনি।
দেখে খুব ভালো লাগলো ।
বা অতিশয় মন্দ লাগলো।
দেখতে দেখতে চোখের বয়স বাড়ে
ঝিনুকের মতন মুক্ত তৈরি করে।
চোখ বলে আমি আর দেখতে পারি না।
আমি মুক্তো চাইনা আমি স্বচ্ছ দৃষ্টি চাই।
আধুনিক প্রযুক্তি দৃষ্টি ফিরিয়ে দেয়।
হৃদয় তখন চোখের সঙ্গে কথা বলে
তোমার এখন সবুজ বসন্ত দিন,
আমার যে এখন গোধূলি লগন।
পারিনা যে আর সইতে
বুকের ধুকপুকানিতে হাঁপিয়ে উঠি।
তাই সন্ন্যাস নিতে চাই।