পথে যেতে যেতে হৃদিতন্ত্রে শুনি সুন্দর স্বরধ্বনি,
বাম হতে শুনি আযান, দক্ষিনে পূজা-মন্ত্র ধ্বনি।
একদিকেতে মসজিদ দেখি অন্যদিকে মন্দিরখানি,
পথে যেতে যেতে হৃদিতন্ত্রে শুনি সুন্দর স্বরধ্বনি।
ইছামতী নদী কুলকুল করে, বয়ে চলে ধীরে সাগরে
তৃষা মিটিয়ে ধায়ছে নদী নেই কোন সে বাছবিচারে।
পথে যেতে যেতে হৃদিতন্ত্রে শুনি সুন্দর স্বরধ্বনি,
বাম হতে শুনি আযান, দক্ষিনে পূজা-মন্ত্র ধ্বনি।