যে সৌরশক্তি শরীরে নিয়ে আমি সুরক্ষিত
যে বৃষ্টিধারায় স্নাতা হয়ে আমি নিষ্কলঙ্ক
যে আলোয় আলোকময় এই হৃদয়
    তোমার অশেষ করুনায় ওহে বিশ্বপ্রাণ।


ভালবাসি অপরূপ শোভাময় এই বিশ্বচরাচর
এই আঁধারে যে ফুল ফোটে
আকাশ জুড়ে তারা’রা ওঠে
যে নদী ধেয়ে চলে সমুদ্র বক্ষে
যে সুরে প্রথম উষায় পাখী ডাকে
আমিও তাই নিশীথ রাতে অশ্রুজলে দুঃখ মুছে ;
আলোর অভিমুখে সকাতরে নিজেকে দিই এগিয়ে ;
রিক্ত হৃদয় পূর্ণ করি তোমার সৃষ্টি যজ্ঞশালায়,
পুর্ণশ্বাসে পুর্ণশরীরে অনুভব অভূতপূর্ব আনন্দধ্বনি;
অনাগত বিপদ আশঙ্কার মুখোমুখি স্বচ্ছ-হৃদয়ে
ভালবাসা পাত্র পূর্ণ করে উথলিয়া দাও পূর্ণ সাগর।
এ ক্ষুদ্র প্রাণ সেই তরঙ্গে আজ তরঙ্গায়িত
টেনে নিয়ে যাও কোন অসীমের পরপারে
অনন্ত ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র ইচ্ছাগুলো
    তোমার ইশারায় করেছ পূর্ণাঙ্গ রুপায়ন ।