কিছুই যখন করবার থাকেনা
অনেকে ধারালো ছুরিতে জঙ্গল কাটে।
অনেকে বিরবিরিয়ে  প্রলাপ বকে;
কেউ কেউ এক সমুদ্র লিখে চলে;
কেউ অপরকে শোনায় কেচ্ছা কাহিনী ...
কেউ অত্যধিক অসহ্য যন্ত্রণায় ককিয়ে ওঠে
স্লোগান সাজায় ময়দানে ঝড় তুলতে;
কেউ কেউ আশায় থাকে হয়তো মিছিল দুলবে ...
মিছিলের শেষপ্রান্তের মানুষটা তাই স্বপ্ন দেখে
সবুজ দ্বীপে একদিন সেও বাস করবে।


হয়না কিছুতেই হয়না
বৈষম্য রয়ে যায় আদি অনন্ত চক্রান্তে।
ফসলেরা জানে কার ঘামে ওরা পুষ্ট
ইরাবতী উদাত্ত স্বরে বলেছিল- তুমি নদী হও ।
তোমাকে ঘিরেই হবে আধুনিক সভ্যতা''
কিন্তু, এ যেন অভিশাপ ...
চোরাবালির কথা ও বলেছিল
-বলেছিল সজাগ থেকো,
মিথ্যের জালে জড়িয়ে যেওনা।''
হলনা আমার যুদ্ধ জেতা, হারছি ক্রমশ
মাত হয়ে যাচ্ছি মত্ত মাতাল পরিবেশে।


ইরাবতী বলে দাওনা আমি কি করব?
ইচ্ছে হয় মাঝে মাঝে ঝড় তুলে ধ্বংস করি ।
পরক্ষনেই ফিরে আসি নিতান্ত ব্যর্থতায়...
ঘুরে দাঁড়াই অস্তগামী সূর্যসাক্ষী রেখে
পুরুরাজেরা কখনো মাথা নত করেনা।
পূবের আলো দেখবেই দেখবে।