ইতিহাস উঠে আসে যেন বাস্পায়ন -
কখনো ফিসফিস কখনো সরবে কত কথা বলে যায় ।
কখনো বটের ঝুড়িতে কখনো নিশাচরের সর্পিল গতিতে।
এই যে এইখানে আকাশচুম্বী মিনার
এখানেই ছিল রাশি রাশি লাশ গাদাগাদি করে ।
ঐযে ঐখানে নিকোনো দাওয়ার কুঁড়েঘর
পোয়াতি বউ লেবু পাড়তে প্রসব করেছিল সন্তান ।


ইতিহাস উঠে আসে যেন সূত্রধর-
ঐযে ঝাড়বাতি জ্বলা বারমহল নিবিড় অন্ধকার
মুন্নীবাইয়ের লুকানো ছোরাতে প্রাণ গিয়েছিল রাজার ।
বিধবার শরীরে সন্তান! জেনেছিল এক পালঙ্ক
সে কি লজ্জা! গভীর নিশীথে তাই পাতকুয়াতে ঠায়।
বাঁশিওয়ালার সাথে নিরুদ্দেশ হয়েছিল রানী
রাজাদেশে দুটি প্রাণ গেল। সারারাত প্রেম কেঁদে ছিল ।


ইতিহাস উঠে আসে যেন চৌকিদার-
সারি সারি নাচমহলের প্রতি থামের আড়ালে
কান পেতে শুনবে কারা যেন এখনো ষড়যন্ত্র করে চলে।
মোহর কুঞ্জে অলির মতন গুঞ্জে ধেয়ে আসে প্রেমিক
শুক্লপক্ষের জোত্স্নারাতে দুটি ছায়া একত্রে মিশে গেল।
জোনাকী জ্বলা গভীর রাতের অনেক গল্প আছে
সময়ের জিজ্ঞাসাবাদে চলে এসো ধ্বংসস্তুপ গুমঘরে।