জীবন কিছুতেই ফিরতে পারে না
ফেলে আসা দিনগুলোতে,
অসহায় ফ্যালফ্যাল করে দেখে।
যেন মনে মনে বলে
দিনগুলি যদি আবার ফিরে আসতো।
যে ভুলগুলো করে ফেলেছিলাম
সেই ভুলগুলো আর করতাম না।


এখনো সেই ভুলগুলো কাঁটা বেঁধে
প্রতিদিন হয় রক্তাক্ত, যন্ত্রণায় ছটফট করি
তাইতো বুকের খাঁচার পাখিকে উড়িয়েছি।
যা যা পাখি উড়ে যা অনেক দূরে
ঝটপটিয়ে ডানা পাখি পড়েছে ভূতলে;
সে এখন সোনার খাঁচায় বন্দি।
কি জানি,
হয়তো আমারই মত নিত্য যন্ত্রণায় ভোগে।