শেওলার মতন ভাসছি ভেসেই চলেছি
কখনো ভাঙা নাওয়ের বুকেতে আশ্রয় ।
কখনো বাঁশের তৈরী সাঁকোর আড়ালে
কখনো হটাত চরা পরা বালিয়াড়িতে ।


জোয়ার এলেই ঠিকানা পাল্টে যেতে থাকে
চল চল এখানে নয়, এখন অন্য কোনখানে;
রুপোলি মাছেরা খেলে যায় জলকেলি
সাদা বক ঝুপ করে বসে শিকার সন্ধানে ।


রাতে নদীর বুক ঝলসায় চাঁদের জোত্স্নায়
সেই সুযোগে অলক্ষ্যে জোত্স্না মাখতে থাকি  ।
ভোরে বেওয়ারিশ লাশের গন্ধে চমকে উঠি  
কোন সে খুবলে খাওয়া বসনহীনা নারী।


বাঁচার আনন্দে যত্ন করে ফোটায় নীল ফুল
সাঁতরে এসে সাথে নিয়ে যায় নিজের কাছে ।
যাযাবরী যাত্রা পথে তৃষ্ণা মেটেনা,আবার চলা;
চল চল এখানে নয়, এখন অন্য কোনখানে ;