জীবন তখন সুন্দর
চাওয়াতে যখন চাঁদের আলো এসে পড়ে
মায়াবী এক রাতে স্বপ্নেরা স্নান করে
আয় তবে সহচরী
মিলে মিশে গান করি
ভরা জ্যোৎস্নায় ইচ্ছাগুলো আপনমনে শুকায়
মুখোশগুলো সব গিয়েছে খসে
উঁচু নিচু দলমত জাতধর্ম নির্বিশেষে
ঘন ঘন ঢেউ তুলছে বাতাসে
দুলে দুলে চলে যায় মাঠভরা ফসলের শিষে।


জীবন তখন ভয়ঙ্কর
চাওয়াতে যখন পাওয়া লক্ষ যোজন দূরে
কে বা কারা কাঁটা বিছায় ন্যায্য অধিকারে
মগজটাকে ঘুণপোকারা খাচ্ছে কুড়ে কুড়ে
কানের কাছে সানাই বাজায়
সকাল বিকাল ঘুরে ঘুরে
এক্কেবারে বিষম বেসুরে;
রক্তে তখন নাচন লাগে
নটরাজের নৃত্য শুরুর তালে তালে
একে একে দেশটা তাই উঠছে দুলে দুলে
আবহাওয়াতে ঝড়ের পূর্বাভাষ,
সুনামি এই এলো বলে।