যতটা পথে হলুদ রোদ্দুর মেখে হাতে হাত রেখে এসেছি ।
সেপথ দিয়েই ফিরব ঘরে। অজানা আলোর দিকে যাও।
এপ্রান্তে স্মৃতিতে থাকবো তুমি অন্যপ্রান্তে অনন্ত যাত্রায়।
অদৃশ্য একটা সেতু নির্মাণ । ভালবাসা হবে কী মন্দ বাসা?
প্রতিদিনের মতো আনমনে ডেকে ডেকে ক্লান্ত হয়ে যাব!
নিজেই নিজের জিভ কাটব ।কিকরে দেবে সাড়া নেই তুমি ?
সমদ্র গভীরতার অনন্ত ধ্যানে নোতুন এক জীবন তপস্যায়,
পিছনে চেওনা যাও একা। সুদুরপারে যাবার ডাক এসেছে।