এক এক সময় খুব ইচ্ছে হয়
সামনের দুস্তর বালিয়াড়ি পেড়িয়ে যাই
যেতে যেতে একসময় জলের ছোঁয়া পাই।
থমকে দাঁড়ায়, আকণ্ঠ আকুল তৃষ্ণায়;
মুখে দিতেই বড় বিস্বাদ ফেলে দিই।
তৃষ্ণা মেটেনা, আরো দূরে এগিয়ে যাই
হাঁটু কোমর তারপর গলা শেষে ডুবে যাই।
পায়ের তলায় এখন আর মাটি নেই।
বুকের ভিতর হৃদপিণ্ড তিরিং বিরিং লাফায়।
লোনাজল আজীবন তৃষিত রাখে আমায়
বরং সে নিজের তাগিদে কাছে ডেকে নেয়
প্রাণের বিনিময়ে জীবনতৃষ্ণা মিটায়।