একের পর এক ঢেউ জেগে উঠছে জবিন নদীতে
লড়ে যাচ্ছি লড়ে যাচ্ছি মাটি কামড়ে পড়ে থাকি ।
খুঁজে নিচ্ছি ইট কাঠ পাথর থেকে বাঁচার রসদটুকু
এক এক জড়ো করছি যতটুকু আছে স্থিতি সম্বল।
ভেবে নিচ্ছি এইতো সবুজ আদরে ঘেরা জমিটুকু
তখনি মৃত্যু এসেছে ভীষণ উত্তাল তরঙ্গ নিয়ে ।


লড়াই লড়াই আবার লড়াই যমে আর মানুষে
কুলুঙ্গির জ্বলা প্রদীপটা ঝড়ের দাপটে নিভে যায় ।
একরাশ অন্ধকারে আপন জনের মুখ খুঁজে হয়রান;
লাশের সাথে গৃহবাস অশ্রুজল মুছে দাঁড়ায় সটান ।
এবার বুক উঁচিয়ে কোমরে হাত নিচ্ছি তাজা নিশ্বাস ;
আবার কর্কটক্রান্তি রেখায় মৃত্যু নিশ্চিত ভয়াল ঢেউ ।


বিনা যুদ্ধে মৃত্যুরে দেবনা বর্ণিল জীবনকণার এতটুকু।
আরো কঠিন সমর শুরু তোমার আমার আর মরণের।