যদি আবার ফিরে আসো
তোমার জন্যে একরাশ বকুল রেখে দেবো
যদি আবার হাত বাড়াও
বাড়িয়ে দেওয়া হাতে উষ্ণতা এনে দেবো।
যদি চোখ মেলে আমায় দ্যাখো
আমি মেঘকাজল হয়ে থেকে যাবো।
যদি স্বস্তির অনুক্ষন সময় চাও
চাঁদের জ্যোৎস্না আলোয় রাত্রি ধুয়ে দেবো।
যদি তুমি বাউল বাতাস চাও
দক্ষিনরাজ থেকে নিমেষে মলয় এনে দেব।
যদি নিরবিচ্ছিন্ন শান্তির ঘুম চাও
তারাভরা রাত্রির ওড়না জড়িয়ে তাও এনে দেবো।
যদি রাত্রি কালো চুল ভেজাতে চাও
মেঘের কাছে ধার করে রুপালী বৃষ্টিধারা আনবো ।
তুমি শুধু একটিবার ফিরে চাও
আমার ক্ষুদ্র পরান তোমায় নিবেদন করবো।