ছুটে ছুটে এসে
বকুল বাগানে যে কথা বলতে এসেছিলে।
বলতে কি পেরেছিলে
আমিই বলার আগেই থামিয়ে দিয়েছিলাম।
আমার হৃদয়ে রক্তক্ষরণ
অনির্দিষ্টকালের জন্য না দেখায় রয়ে গেল।
জানতে ও চাওনি
নায়াগ্রার জলপ্রপাতে কতটা কষ্ট বয়ে নিয়ে গেল।
থর থর ঠোঁট কাঁপা
চোখের কাজল ধোয়া ছবি এখনো ক্যনভাসে।
রাষ্ট্রের দয়া দাক্ষিণ্যে
আমি যে ছিলাম নিতান্তই পুরীর মানব জগন্নাথ।
হৃদয়ে প্রেম যতই থাকুক
লক্ষ্মীর না বিছানো আঁচলে জানি পদচিহ্ন পরবেনা।
তাই সেদিন খাঁচা খুলে
প্রেমের পাখী আকাশ নীলে উড়িয়ে দিয়েছিলাম।