ফুরিয়ে যাচ্ছে পৃথিবীর ৭০ শতাংশ অনন্য সম্পদ
যাকে ছাড়া একদিনও বড় বিস্বাদ,  
জীবনের মহাকাব্যে জুড়ে তাঁর অবস্থান
যার নাম জীবন।
প্রকৃতির আদি অকৃত্রিম আশীর্বাদ
সে হল পানীয় জল।
ইতিমধ্যে বেশ কিছু দেশ ধ্বংসের চূড়ান্তে প্রস্তুত।
খুব তাড়াতাড়ি হয়তো ঘোষণা করা হবে,
দুঃখের সাথে জানাচ্ছি ''পানীয় জল নিঃশেষ''।
পেয় জলের জন্য বিশ্বজুড়ে শুরু হবে হাহাকার;
দলে দলে মানুষ এক দেশ থেকে অন্য কোন দেশে।
সব দেশের চিত্রটা হয়তো একটু কম বেশি।
তবুও... ভাবনার বিষয়।


সময় থাকতে আমরা একটু সচেতন হবো কি!
ভেবে দেখতে পারি দৃষ্টি উদার করে।
জলের অপচয় কি করে রুখতে পারি।
জলই যখন জীবনের বিশাল আশ্চর্য সম্পদ।
তখন থাকে উন্নত উপায়ে করব সংরক্ষন।
একক দশক সহস্র মুখ
যেন হাসিমুখে এই পৃথিবীতে থাকে বিরাজমান।
বার্তা পৌঁছে দিতেই হবে ঘরে ঘরে দোরে দোরে
জলের অপচয় একেবরেই নয়।