জানিনা যন্ত্রণা বিহীন
কোন কাব্য ভাবনা হয় কি হয়না।
নাকি আমারই দোষ যন্ত্রণা খুঁজে খুঁজে বেড়ানো।
কেউ দেখে সজনে ফুল ফুটে আছে থরে থরে
অপার আনন্দ পায় অন্তরে।
আমি দেখি সে বিক্রি হয়ে যায় মুল্য ধরে
তার সুবাসে সানাই বাজে অনুক্ষন করুন সুরে।


এই কার্তিকের সকালে খোলের শব্দে ভেসে
একটা কীর্তন মিছিল এগিয়ে আসে।
তাঁরি নাম গানে আকাশ বাতাস মুখরিত
জানলা দরজায় কৌতূহলী সন্ধানী দৃষ্টি পুলকিত।
কেউ করজোড়ে প্রার্থনা করে, দরজা খুলে দেয়।
আমি দেখি সদ্যদিক্ষিত বৈষ্ণবীর লণ্ডভণ্ড হৃদয়।
চোখে তার অতীত জীবনের আনন্দী ফ্লাশব্যক।
নিভে যাওয়া আলোর জাঁকজমক।
বর্তমানে না চাইলেও বিষণ্ণ মনের বিসর্জন
শরীরের ইচ্ছা অনিচ্ছা সবটুকু মান সম্মান ।


আমার কাব্যে না চাইলেও অযাচিতভাবে
এসে পড়ে বিভিন্ন জাগতিক যন্ত্রণা।
তার তরঙ্গায়িত ঊর্মিতে আমি ভেসে যায় সুদূরে।
কলমের মুখে আগুন উগড়ে আনমনা উন্মাদনা।