জীবন ততক্ষণই সুন্দর
যখন যন্ত্রণা নেই জীবনে।
যন্ত্রনা কিছুতেই পিছু ছাড়ে না।
পাওয়া না পাওয়ায় সকল সময় যন্ত্রণা।
যন্ত্রণাহীন অস্ত্রপ্রচার শেষে,
আবার যন্ত্রণা ফিরে এলো।
যন্ত্রণার বহিঃপ্রকাশ।
দুই চোখে জল হয়ে ঝরছে।
ফুলের ফুটতে যন্ত্রণা
ফুলের ঝরতেও যন্ত্রণা।
এই যেন ঠিক
সন্তান থাকা না থাকার তেমন যন্ত্রণা।
জীব মাত্রই যন্ত্রণা নিয়ে বেঁচে থাকে।
জড়ের কোন যন্ত্রনা নেই।
আছে শুধু রূপান্তর।