অস্থির একটা সময়
এনে দিয়েছে বোবা মানসিকতার যন্ত্রণা ।
নেই স্বস্তি নেই শান্তি।
শুধু অকপট ছল ছলনার বাক বিতণ্ডা ।
মাঝে মাঝে মরে যেতে ইচ্ছে করে।
হেরে ভুত হয়ে যাচ্ছি
নাগরিক সভ্যতার সাবলীলতার কাছে।
মিথ্যে কুটিল মন্ত্রনায় শুধু যন্ত্রণা।
মাটির নিচ থেকে উঠে আসছে পাঁক
পচা গন্ধ ছড়িয়ে পড়ছে শরীরের লোহিতকণায়  
কচুরিপানার নীলফুল নিয়ত বিষ উগরে দেয়...
গাছের পাতায় পাতায় নাকি জীবনের আলো!
অপু দুর্গার কাশফুলে দুরন্ত জীবনের গতি !
চায়ের কেটলিই নাকি সমস্যার সমাধান!
এই অত্যাশ্চর্য আধুনিকতায়
মগজে হাজার কিটের কিলবিল...


ভাবছি বেঁচে গেলাম এই যাত্রায়
কিন্তু নাহ। একটু একটু করে তলিয়ে যাচ্ছি অন্ধকারে
অন্ধকারে তলিয়ে যেতে যেতে ভাবছি
অসৎ মানুষটার জন্য কেন পিছিয়ে যাব?
তাহলে লড়ে যেতে হবে সমানে সমানে...
লড়বার জন্য প্রতি ঘাসে ঘাসে
আনতেই হবে বিদ্যুৎ উন্মাদনা...
তারপর দড়ি ধরে মারতে হবে টান ।
টান... দেরে ভাই... জোরসে মার টান...