পাড়ায় পাড়ায় দেশে দেশে
রীতিমত খবর রটে গেছে ।
জনগণ সব ভয়ে ভীত ইতস্তত
রাত্রি দিন কি হয় কি হয় গা ছম ছম
কারণ, রাজা নাকি আজ যুদ্ধে গিয়েছে।


নিত্য প্রয়োজনীয়
আর নিত্য মিলবেনা।
তারা সবাই নাকি আজ আগুন হয়েছে।
যদি মেলে মিলবে দিগুন দরে
কারণ রাজা নাকি আজ যুদ্ধে গিয়েছে।


নুন লঙ্কা পেঁয়াজ
তাই জোটাতে হিমসিম খাই রোজ।
কেমন এলো দিনকাল ভেবে না পাই আজ
যুদ্ধে নাকি দেশের দশের সবার ভালো হয়।
রাজা বুঝি যুদ্ধে গেছে, তাই দেশের এমন হাল!


ঘরের ছেলে যাচ্ছে সীমান্তে
মা বোন তাঁর দাঁড়িয়ে দুয়ারপ্রান্তে।
রোদ বৃষ্টি তুষার ঝড়ে প্রাণটা দেবে অকাতরে
ঘরের ছেলে ফিরবে ঘরে কফিন বন্ধ অন্ধকারে।
রাজাও বুঝি যুদ্ধ করে বসে বসে নিজের ঘরে।


রাজার জন্য প্রজা যুদ্ধ করে
ঝঞ্ঝা ঝড়ে তারা এমনি করেই মরে।
রাজার ইচ্ছায় প্রজার ইচ্ছা নইলে দ্রোহ বাড়ে
বাড়লে দ্রোহ রাজার তখন দুচোখের ঘুম ওড়ে।
তাইতো রাজা মাঝে মাঝে যুদ্ধ যুদ্ধ খেলে।