আহা পাট পাট করে যেন খুলে গেল
অচেনা পথের জঙ্গল চেরা পথ।
কে বা কারা যেন চলে গেছে চির সবুজ অরন্যে...
মিশে গেছে ঘন সবুজের পান্নায়।
ওদের শরীরে কি হিংসা ছিল!
মনে হয় না ...
কি জানি হিংসা থাকলে হয়তো
মিশে যেতে পারতনা।
ছিল গভীর ভালবাসা।


বাঘ ধরার নেশায় মানুষ ফাঁদ পেতে রাখে...
মুনিয়া প্রজাপতি এমন কি
গাছেরাও মানুষ কে ভীষণ ভয় পায়।
ওরা জেনে গেছে খিদেয় একে অপরকে খেয়ে নেয়।
কিন্তু জাত কূল মান তার বাঁচিয়ে।
মানুষ প্রকৃতির শ্রেষ্ঠ জীব তারা চরম লোভী।
লোভের আগুনে সবটায় আত্মসাৎ করতে চায়
বশ্যতা স্বীকার করাতে চায় সকলকে।
তখনি বিপদ।
এত কথার দরকার ছিলনা।
অহেতুক অনেক কথা বলে চলেছি...
ঝকঝকে সকালে নির্ভেজাল
একটা সবুজ অরণ্যের কাহিনী শুনেছি।
দীর্ঘদিনের অভুক্ত আমি গোগ্রাসে গিলেছি।
পরে অবসরে ধীরে ধীরে গরুর মতন জাবর করব।
আহা কি সুন্দর সে কাহিনী।