মনে কোরো হারিয়ে গেছি
এই বিশাল বিশ্ব ব্রহ্মান্ডের মাঝে।
তাই আর খুঁজতে যেওনা পাবেনা।
হয়তো অনেক আলোকবর্ষের পর
দেখা হলেও হতে পারে।
কিন্তু সে অন্য কোন এক রূপ রূপান্তরে।


ভেবেছিলাম নিজেকে কাঁচ কাটা হীরে।
তোমার বা তোমাদের দুঃখগুলো কেটে কেটে
সুখের দ্যুতি বের করতে পারব একদিন।
পারিনি ! কিছুতেই পারিনি।
একটার পর একটা শুধু ভুল করে গেছি।
ভুলের মাশুল দিতে দিতে ফুরিয়ে
গেছি একটু একটু করে।
ভুলের পাহাড় সামনে দাঁড়িয়ে
আমায় প্রশ্ন করে তুমি হেরে গেছো পথিক।
প্রকৃতপক্ষে আমার কোন জবাব ছিলনা।
একটা দীর্ঘশ্বাস বুকের ভিতর জমে ছিল।
সেটা কে পাখীর ডানায়
উড়িয়ে দেবার চেষ্টা করেছিলাম।
পারলাম না।
পাখিটাও মুখ থুবড়ে মাটিতে পড়ে রক্তাক্ত হোল।


তোমাদের ভালো হোক বলে
লক্ষ যোজন দূরে চলে গেলাম অনন্ত কালের জন্য।
ডিজিটাল সংখ্যায় আর পাবেনা।
যেমন শবের বুকে অস্ত্রোপচারে
তার কোন যন্ত্রণা নেই
আমারও আর কোন যন্ত্রণা নেই।
কি জানি আমি হয়তো তাই হয়ে গেছি।
যে স্বপ্নগুলো আমাকে সবুজ করে রাখত
সেগুলো কালো হয়ে মহাশুন্যে হারিয়ে গেছে।
জাগতিক আবর্জনা বলে
আমায় তোমরা চিরদিনের জন্য বর্জন করো।
তারপর, তোমরা ভালো থেকো
সবাইকে আলোয় রেখো।
অভিশাপ দূরে গেছে ভেবে
নিজেদের মুখে হাসি রেখে দিন যাপন কোরো।