কাঁটার মুকুটে মানুষটা এখনো লড়ে চলেছে
লড়তে লড়তে তিনি ক্রমশ যেন সুতীক্ষ্ণ ইস্পাত
হিমালয়ের মতন মস্তক তাঁর চির উন্নত।


কাঁটার মুকুট পড়ে ও মানুষটা দিব্যি হাসছে
হাসির ভিতরে যন্ত্রণার কোন প্রকাশ নেই
তাই ফুলের মতন হাসিটা এখনো পবিত্র।


কাঁটার মুকুট থেকে লাল রক্ত ঝরে পড়ছে
দিক থেকে দিগন্তের ফসল ঘুম ভাঙছে
দীর্ঘ প্রতিক্ষায় এমনি এক সকাল খুঁজছিল।


কাঁটার মুকুটে মানুষটা ক্রমশ দীর্ঘ হচ্ছে
সূর্যের মতন আলো তাঁর এখন পাতায় পাতায়
নীল সাগরের ঢেউগুলো ডাঙায় উঠে আসছে।


কাঁটার মুকুটে স্থির বিশ্বাসে আজো পথ হাঁটে
চোখ হয়তো কারোর জ্বলে পুড়ে যায়।
খালি কলসির জন্য তাঁর নেই কোন আক্ষেপ।


কাঁটার মুকুটে মানুষটা এখনো লড়ে চলেছে
লড়াই-এর আগুন ফুলকিতে আগামীর স্বপ্ন জন্মায়
মাথা উঁচু করে ওরা বাঁচবার জন্য শপথ নিচ্চে ।