এপারে ওপারে ভাগ হয়েছে আমার দেশের মাটি
দেখি পেঁচানো পেঁচানো কাঁটাতারের বেড়া জাল খুঁটি;
ওপারে ওরা থাকে গান গায় মাছ ধরে,
এপারে এরা দেখে মাঠে যায় কাজ করে।
ওদের ভাষা এরা জানে, আযানে সময় বুঝে নেয়;
এদের সন্ধ্যার কাঁসর ঘণ্টায় ওরা ঘরে ফিরে যায়।


বুলটির কালো ছাগলটা এত শত কিছু জানত না
মনের ভুলে কাঁটাতাঁর পার হয় ভুলে যায় সীমানা।
আটকে যায় সীমানার জটিল মৃত্যুর ফাঁদে
রাত্রি হয়েছে যন্ত্রণায় রক্তাক্ত, জোনাকিরা শুধু কাঁদে।
দুপারের সীমান্ত প্রহরী চোখাচুখি বচসার হয় সমাধান
আধাআধি ভাগ। রসনার বাসনায় পেল সে পরিত্রান।