সকাল থেকে চলছে ঢিলেঢালা দিন
এই চাঁদিফাটা রোদ্দুর
এই হুড়মুড়িয়ে বৃষ্টি দুপুর।
আজ পূর্ণ লগ্নে হোক বৃক্ষরোপণ।
মহিলার তত্ত্বাবধানে
বানজার ভুমিতে গাছ বসানো হয়।
আগামীর দিন সবুজে সবুজায়ন, কোদাল শাবলে ঘামে চলে মাটির সাথে বোঝাপড়া।


বুকের ভিতর কামারের হাপড়
আষাঢ়ের রথ চলবে তো সমুখপানে!
জগন্নাথের রাজদণ্ড চুরি হয়ে গেছে রাতে।
পাত্র মিত্র সান্ত্রীরা সব তঠস্থ!
কার ঘাড় থেকে খসবে মাথা কে জানে ?
এদিকে রথের পতাকা বৃষ্টিতে ভিজে একাকার।
বাদল বাতাসে উড়তে চাইলেও উড়তে পারেনা