আমায় মনে পড়েছে?
কথা হয়েছিল ডাক দেবে।
দেখা হবে, হেসে হাত বাড়াবে।
সেদিন এমনই কথা হয়েছিল।
দিন চলে গেছে রাতের কোলে।
রাত ঘুমিয়েছে দিনের ঘরে।
বৃষ্টি ও এসেছিল, ঝরেছিল অঝোরে।
বৃষ্টি এখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে।


আজ এখন পড়লো কি তবে মনে?
আমাদের বৃষ্টিতে ভেজার কথা ছিল।
ঝাপসা দূরে সবুজে হারানোর কথা ছিল।
জোনাকি রাত্রি খুঁজে খুঁজে ফিরে গেল।
কিছুই তো কথা রাখা হলো না।


আমায় মনে পড়েছে?
কিছু কিছু কথা চিরদিনই অন্তঃসলীলা
মাটির বৃষ্টিদাগ কেবল মুছে মুছে যায়।
যে পথ দিয়ে যাওয়ার কথা ছিল।
সেপথে অন্য কেউ অন্য নামে চলে যায়।  
দিগন্ত এখন ধূসর আলোয় মুখ ঢাকে।
আঁধার ঘিরে ধরে বলে থাকো অপেক্ষায়।