সান্টার পথ চেয়েছিল সারারাত ধরে,
ফুটপাতের ছেলেটা মনে মনে বলেছিল।
মা যেন আজ সকাল সকাল বাড়ি ফেরে।
ও কেক চকলেট লজেন্স কিচ্ছু চায় না।
চোখ জেলে সারারাতের অপেক্ষা।
এই হয়তো সান্টা এলো উপহার নিয়ে।
হয়তো তার মাকে নিয়েই ফিরবে।
মা কি ভুলে গেল ?
যাবার সময় শেষকথা কি বলেছিলাম?
- মা এবার খুব ঠান্ডা পড়েছে
ছেঁড়া কাঁথায় কিছুতেই শীত মানে না।
তুমি আমাকে জড়িয়ে ধরে থাকবে।


ফুটপাতের ছেলেটা ঘুমিয়ে গেছে ভোর রাতে।
একরাশ ভারাক্রান্ত মনে মা ফিরেছে সকাল বেলায়।
বড়দিনের সান্টা তার কথা রাখেনি।