ঠাণ্ডায় কুয়াসার সকালে
কখনো খেজুরের রস খেয়েছ?
যদি খেতে তবে মনে হবে অমৃত খেলে।
ঠাণ্ডা শিতলতার একটা নদী তোমার শরীরে।
তুমি রোমাঞ্চিত প্রতিটি রোমকূপে দারুন অনভুতি।
কেঁপে কেঁপে উঠছ - কর্তা আর একটু হবে নাকি।
সামনের মানুষটা বলবে নিশ্চয় হবে দাদাবাবু।
এজ্ঞে সারাবছর সব আমারায় ভোগ করি।
আপনার নামেই গাছে কলসি বেঁধেছি।
কর্তার চোখে জল আমারো কলকল।