খোকা গেছে চোখ দেখাতে দূর আমাজনের কুলে
কোথায় কি যে হচ্ছে দেশে সবটা সে গেছে ভুলে।


খোকা আমার স্বপ্ন দেখে হবে তার ময়ূর সিংহাসন
মা যে তাই সামিয়ানায় সবারে করে বিশেষ আহ্বান।


খোকা আমার বড্ড ভালো সবাই দেখি খোঁজে কালো
তাই সাদা ছেড়ে ধরে কালো, কালোতেই যে জগত আলো।


খোকার সাথে বিদেশিনী বহুদিন ধরে আমি চিনি জানি
কার কি যায় আসে কিজানি? সে যে আমারো আদরিনি।


খোকা আমার রাজার মতন দরবার বসায় যখন তখন
মাথার ঘাম পায়ে ফেলে উদ্ধার করে জন জনার্দন।


খোকার আমার এত করে তবু তার দোষ তুলে ধরে
থাকতে আমি হতে দেবনা ঠিক বাঁচাবো চিল চিৎকারে।