ঝরছে মধু ঝরছে
কেউ দেখছে কেউ চাটছে
কেউ ঈর্ষায় কেউ লজ্জায় মুখটা লুকাচ্ছে,
কানাঘুষোতে কি যেন সব বলার চেষ্টা করছে।


শুনছে মানুষ শুনছে
তন্ময়তায় অধীর হয়ে শুনছে।
এ কান শুনছে ওই কান কিছু ভাবছে
কখন কাঁদছে কখন হাসছে মজা কেউ কেউ লুটছে।


চলছে নাটক চলছে
পরম প্রাপ্তির নাটক একটা চলছে।
যেই দিচ্ছে সেই নিচ্ছে, মিটিমিটি কেউ হাসছে
কেউ কেউ প্রায় গদগদ হয়ে মাটিতেই শুয়ে পড়ছে।


ঠকছে মানুষ ঠকছে
তবু পাথরেই মাথা ঠুকছে ।
যদিও জানে সবফুলেতেই ফাঁদ পাতা আছে।
তবু ও সবাই ছুটছে যে কোনভাবে ক্ষমতা পেতে চায়ছে।


ভাঙছে আশা ভাঙছে
দুচোখ দিয়ে জল ঝরে ঝরে পড়ছে
হুড়মুড় করে দুরদার বেগে নদীর দুকুল ভাঙছে।
তবু মিথ্যে আশার গালগল্পে সত্যকে ঢাকা চলছে।


বাজছে দামামা বাজছে
সেই তালে তালে কারা যেন গান বাঁধছে
ভিক্ষা চায়না বেকার দুহাত কাজ খুঁজে পেতে চায়ছে।
আজ দিন বদলের নতুন সাজে, পায়ে পায়ে পথ চলছে ।