সময় থাকতে বুঝেও বুঝিনি তুমি ছিলে আমার কত প্রিয়...
আমাকেই তুমি বোঝ সঠিক সময়মতো কাছে ডেকে নিও...
আমার উঠান জুড়ে খরা যদি বৃষ্টি থাকে একটু ঝরিয়ে যেও...
ঘুম আসেনি এই দুচোখে গানের সুরে সুরে ঘুম পাড়িয়ে দিও...


চেয়েছিলে বটের ছায়া হই, চিরকাল ভেসে গেছি স্রোতে প্রিয়...
জীবনে অনেক ভুল করেছি কাটাকুটিতে সে দাগ মুছে নিও...
ঘন ঘন জ্বরে শুধু পূড়ে গেছি মাথার কাছে একটু রয়ে যেও...
এমতাবস্থায় প্রলাপগুলো গোলাপ ভেবে সুগন্ধ ভরে দিও...


আসলে কবিতার মতন তুমি কোমল কঠোর আশ্চর্য প্রিয়...
তাই ভুল সরিয়ে ফুল দিয়েছ সয়ে গিয়েছ কাঁটার ক্ষত...
ঝড় যত সব জানতে দাওনি ফাগুন রেখেছ কত শত...
বকুল বিছিয়ে আছো অপেক্ষায় এসেছি ফিরে আজ প্রিয়।।