এভাবেই একটু একটু করে
ফুটে উঠুক পাথুরে দেয়ালে
চিত্রিত হোক জীবনের জলছবি।
অতীতের ফেলে আসা ভুল ঠিকের হিসাব টুকে রাখি
একদিন ঠিক খুঁজে নেবেই নেবে আগামীর যত কবি।


ঝড় উঠলেই রাজা রানীর গল্পে অন্তর্ধান
প্রজারা প্রস্তুত সেই ঝড়ে বুক পেতে সামলায়
ঝড় থামলে পারিষদ একে একে আসে
জরীপ করে কার কত ক্ষয় ক্ষতি;
চন্দ্র সূর্যের রুপালী সোনালী ফসলে
নিক্তিতে ফিরিয়ে দেবার প্রতিশ্রুতি দেয়।
ইতিহাসের বৃত্ত বার বার এমনি করে আবর্ত হয়।


এভাবেই তিল তিল করে আঁকা পটচিত্র
দিন ক্ষন বুঝে উঠে আসে চোখে ভাসে
সাদা কালো অক্ষর অক্ষরে পবিত্র অসন্তোষ।
দোয়াতের কালি ফুরিয়ে গেলেও দিনলিপি লেখা হয়।
কখনো রক্তে কখনো চোখের জলে
ক্যনভাস জুড়ে ছবি তখন কবিতাময়।