ভাবতে ভাবতে দিলে তুমি কল্পলোকে পাড়ি
সাথে আমায় নিলেনা কেন, তোমার সাথে আড়ি।
কল্পযানে চড়ে যাচ্ছ উড়ে দূরে চাঁদের বাড়ি
তাই দেখে মন কেমন করে দু-চোখে ঝরে বারি ।


গেলেই যখন নিয়ে এসো চাঁদের আলো বাতাস
দেখা পেলে চরকা কাটা বুড়ির, গল্প কোরো খাস।
চাঁদের খানিক মাটি এনো বসাবো হীরের গাছ
বছর ঘুরলে ফলবে হীরে পূর্ণ হবে মনের আস ।


জানিনা কেন চাঁদের মামা বিশ্বজুড়ে সবার মামা হয়?
পারলে একটা প্রশ্ন করো, সত্যি কি এমনতরো হয়।
সন্ধ্যে বেলায় মন খারাপে যদি আমায় মনে পড়ে
জ্যোৎস্না হয়ে যেও ঝরে আমার মাধবীলতার পরে।