একদিন হারিয়ে যাব
উদাস বাউল হাওয়ার মতো
দোদুল দোলায় ঝরিয়ে দেবো
আজ ফাগুনে কৃষ্ণচূড়ার ফুলগুলো
একে একে ঝরবো শরীর ছুঁয়ে
  তখন পারবে কি আর আমায় চিনে নিতে!
একদিন ফুরিয়ে যাব
মাঠ জুড়ানো পাকাফসল ঘ্রাণের মতো
মেঠো পথ শেষ করলেই তোমার বাড়ি
চাঁদের জোত্স্না মেখে অঙ্গনখানি জুড়ে
ভিতর বাহির জুড়ে আমি বিরাজ করি
   তখন পারবে কি আর আমায় চিনে নিতে!
একদিন ঘুমিয়ে যাব
মাটির বুকে হলুদ ঝরা পাতার মতো
বৈশাখী ঝড়ে উথাল পাথাল বনভূমি
ঝড়ের মুখে পড়ে না জানি কোথা যাব
তোমার পদ স্পর্শে জাগে মর্মরধ্বনি
প্রিয় এবারেও হেরে গেলে লুকোচুরি খেলাতে !