এবার চার দিনের মা কৈলাশে যাবে
চিরদিনের মা আমার বৃদ্ধাশ্রমে যাবে।
মা চলে যাবে।
মা কি চলে যাবে!
মা কি যেতে পারে?
মা থাকবে অন্তর জুড়ে।


মায়া মুকুরে দেখি মায়ের চোখে জল
মা একাকী ঘরে থাকবে কি করে বল?
মা চলে যাবে।
মা কি চলে যাবে!
মা কি যেতে পারে?
মা থাকবে অন্তর জুড়ে।


মায়ের বিসর্জনের বাজনা বাজে ধুনুচি নাচন শুরু
সেখানে মা ভাল থাকে তবু তার বুক করে দুরু দুরু।
মা চলে যাবে।
মা কি চলে যাবে!
মা কি যেতে পারে?
মা থাকবে অন্তর জুড়ে।


আলোয় জমজমাট মা চলেছে ভাসান ঘাটে
ঘর শূন্য করে মা'ও যাবে সূর্য্যি গেলে পাটে ।
মা চলে যাবে
মা কি চলে যাবে
মা কি যেতে পারে
মা থাকো অন্তর জুড়ে।


মা গিয়েছে চলে আসবে আবার বছর ঘুরে
মায়ের শূন্য ঘরে বুকটা কেমন খাঁ খাঁ করে।
মা চলে যাবে।
মা কি চলে যাবে!
মা কি যেতে পারে?
মা থাকবে অন্তর জুড়ে।


মা যে আমার সবটা জানে তিনিই অন্তর্যামী
বাড়লে বয়স মা হয়ে যায় বড্ড কম দামী ।
মা চলে যাবে যাক, রাখব তাঁকে ছবি করে
ভুবনমোহিনী মা থাকবে তখন অন্তর জুড়ে।