মা'যে আমার মস্ত এক পৃথিবী
আকাশ জুড়ে নীল মেঘের চোখে দেখে;
তাজা বাতাস ভরে রাখে শ্বাস প্রশ্বাসে;
আবেগ ঝরিয়ে দেয় সবুজ পাতায় পাতায়
রাতে ঘুমের দেশে নিয়ে যায়
ঘুমপাড়ানি গানের সুরে সুরে।
প্রথম বলায় মা বলে ডেকেছি
জীবন জুড়ে মায়ায় ভরা ছায়ায় বেড়েছি ।
মা'যে আমার সকল তারার মাঝে
শ্রেষ্ঠ হয়ে হৃদয়ে আজো বিরাজে।


শুন্য ঘরে বুকের ভিতর বৃষ্টি ঝরে
সময় শুধু যায় বয়ে টিক টিক টিক করে।
মা'যে আমার হারিয়ে গেল কোথায়
বিশ্ব মাঝে আজো মা'কে খুঁজে বেড়াই।