বরাবর শুনে এসেছি লাশ নাকি কথা বলে।
একটা সময় উৎসুক ছিলাম জানার আগ্রহে।
লাশ আবার কেমন করে বলবে কথা?
লাশ সুপারসনিক শব্দে বলতে থাকে যে।
তাহার অন্তিমতার সেই গোপন কথা।
গন্ধ বর্ণ চিত্র চিত্রণে করে পরিবেশন।


এখন দেখছি টাকার পাহাড় ও কথা বলে।
চিৎকার করতে করতে বলে আত্মকথা।
হাত বদলের কথা, গোপন ষড়যন্ত্র,
তিল তিল করে জমিয়ে রাখা গল্পকথা
ফাইলের ভাঁজে, ভল্টের অন্ধকারে,
অসৎ কথা সত্যি বলার কলায় যিনি সৎ।
দ্রৌপদীর মতন নিজেকে উন্মুক্ত করে।
আবার রচিত হয় নব মহাকাব্য মহাভারত।