মানব জন্ম সর্ব শ্রেষ্ঠ আমি তুমি জানি সবাই
মানুষ মানুষের শত্রু হলে বাঁচি কি করে ভাই?
হৃদয় উত্তাল যখন শুনি মানুষ মানুষের জন্য
এ যে দেখি উল্টো পুরাণ মানুষ এখন পণ্য ।


তুমিও মানুষ আমিও মানুষ তুমি গণ্যমান্য
তোমার মুখে ঝরছে হাসি কান্না আমার জন্য।
আমার ছাদ ফুটোফাটা তোমার আকাশছোঁয়া
তোমার জীবন ঝাঁ চকচক আমার দুঃখে ধোয়া ।


এক মাটিতেই জীবন মরণ তফাৎ জীবন যাত্রা
আমর উপবাস তোমার কৃচ্ছসাধনে অন্য মাত্রা।
স্বাধীন সত্তা খর্ব করে তুমি বাড়াও জমির সীমা
আমার জোটেনা ত্যানা দশলাখী তোমার জামা ।


দুর্বলেরে ত্রাস দেখিয়ে বানাও ক্রীতদাস তারে
লাভের পাহাড় সাজাও জীবন ভর শোষণ করে ।
দ্বেষ হিংসা ভুলে মানবিক হয়ে পাশে তারে রাখো
স্বার্থ ভুলে পায়ে পায়ে পথে পথে সাথে থাকো ।