কখনো কখনো শব্দরা স্বাধীন হয়ে হারিয়ে যায়
বলে আজ আমাদের ছুটি
আজ নাকি ওরা মেঘের বাড়ি যাবে।
একজন বলল আমি মেঘনার তীরে।
আর একজন গম্ভীর সুরে বলে উঠলো
আমি বনলতার ঠিকানা পেয়েছি,
ভাবছি ওর কাছেই যাব।
কেউ একজন বীর বিক্রমে বলে
'খালপাড়ে রক্তদান শিবির ওখানেই যাচ্ছি।'
'অনেক দিন যাব যাব করে পাঁচশ দিন পেড়িয়েছে
আজ ধর্না মঞ্চে অবশ্যই যাব।
কেউ রুখতে পারবেনা।
অনেকদিনের ন্যায্য লড়াইয়ে সামিল হব।
কাঁধে হাত রেখে বলব - আমি ও তোমাদের সাথী।'


পাঁচ অক্ষর জঙ্গলরাজ দাম্ভিকতায় বলে
তোরা কেউ কিছুই করতে পারবিনা।
জানিস না চোরের মায়ের বড় গলা ।
তোদের স্বপ্ন সাধ আশা দুমড়ে মুচড়ে দেব।
তোদের দিনে দিনে মেরুদণ্ড ভেঙে দিয়েছি।
তোরা দেখবি আর জ্বলবি পুড়বি
কেউ কিচ্ছু করতে পারবিনা।


তিন অক্ষর সাহস দুঃসাহস হয়ে
মাটি চাপড়ে সটান উঠে দাঁড়ায়।
বজ্রমুষ্টি উচ্চে তুলে বলে - আর সেদিন নেই।
তোমাদের দিন শেষ। এবার নতুন আসবে।
দেখছনা ঘাস মাটি আকাশের রঙ পাল্টাচ্ছে।
ইতিহাস বার বার একই কথা বলে। শুনতে পাওনি...
মাৎস্যন্যায় আর আমরা দেখতে চাইনা।
এখন থেকে মুখোমুখি হবে লড়াই।