বাংলায় হাসো বাংলায় ভাসো
       বাংলায় বলো কথা।
বাংলায় গাও বাংলায় চাও
        ভালবাসা রপকথা।
      
প্রয়োজনে অন্য ভাষাও ভালো
মাতৃভাষার নেইযে তুলনা।
দুঃখিনী মা'য়ের আঁচল ছেঁড়া
   তোমরা দেখতে কি পাওনা?


বুকের আঁধারে নিভৃতে কাঁদে
        হারিয়ে যাওয়া ভাষা নদী।
দিনে দিনে বিদেশীর পানার ভিড়ে
        ক্রমশ ফুরায় অন্তঃসলিলা নদী।


বাংলা চাই নতুন স্রোতে নতুন জোয়ার
       নতুন আলোয় জীবন রাঙিয়ে দাও।
এমনি করেই হারিয়ে যাওয়া
        মায়ের হাসি দাও ফিরিয়ে দাও।