এক সমুদ্র যন্ত্রণার জাহাজে আমিই সে নাবিক
আকশের নীল, জলের নীল
আমার যন্ত্রণাও নীল
এত এত এতো কঠিন কঠোর নীলে
হয়ে গেছি অন্য এক গ্রহের নীল নাবিক...


পানকৌড়ি মন নিয়ে ডুব দিয়ে মাছ ধরা হলনা
আঁধার প্রকোষ্ঠে থরে থরে সাজিয়ে রেখেছি
শুধু হৃদয়...
এক একটার এক একরকম রূপ
পুড়ে যাওয়া আধ খাওয়া নীল লাল
ধূসর খয়েরি সবুজ আর গোলাপি রঙের
তোমায় সারা জীবনের চাওয়া না পাওয়ার
অতৃপ্ত যত নীল কান্নার বৃষ্টি জলে
কাঁচ কাঁচ বোতলে সাজানো...


তুমি প্রিয়দর্শিনী একদিন
অধীর কোন আগ্রহে আমাকেই দেখছিলে...
তারপর অবহেলা ভরে চলে গেলে
আলতা পায়ে অন্য এক সোনার দেশে।
আমার কথারা নীরব হয়ে গেল সেই মুহূর্তে
হাতে পায়ে জড়িয়ে গেল
অজস্র পান্না সবুজ শেওলার দল
আমিও রয়ে গেলাম
অনন্ত নিষ্প্রাণ যেন এক মেহফুজ ।